Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

এক ছাতার নিচে পর্যটন ও টেক সেবা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৭, ২০২৪, ১১:০৯ এএম


এক ছাতার নিচে পর্যটন ও টেক সেবা

বাংলাদেশি পর্যটকদের সুবিধার্থে রোববার থেকে ফেনীতে (মহিপাল প্লাজা, ৪র্থ তলায়) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ট্রাভেল গুরুস ইন্টারন্যাশনাল।

এটি একটি পরিপূর্ণ ট্রাভেল এজেন্সি, যার মাধ্যমে বিশ্বের যে কোনো দেশের টুরিস্ট ভিসা সেবা পাওয়া যাবে। বিশেষ করে, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সেনজেনভুক্ত দেশগুলোতে ভিসার জন্য ‘ট্রাভেল গুরুস ইন্টারন্যাশনাল’ বিশ্বস্ততার সাথে সেবা আর সহায়তার মাধ্যমে ভ্রমণ পিপাসুদের পাশে থাকবে।

ট্রাভেল গুরুস ইন্টারন্যাশনালের সেবার মধ্যে রয়েছে সাশ্রয়ী মূল্যে বিমান টিকেট, প্যাকেজ ট্যুর, এবং হোটেল বুকিং। সাশ্রয়ী খরচে সেরা সেবা নিশ্চিত করাই তাদের অঙ্গীকার।

এছাড়া, তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ‘টেক গুরুস’ নামক একটি নতুন টেক সেবা প্রতিষ্ঠান খুব শিগগিরই চালু হতে যাচ্ছে। এখানে সাধারণের স্মার্টফোন ও গ্যাজেটের পাশাপাশি পাওয়া যাবে সেলস ও সার্ভিসের সুবিধা।

ট্রাভেল ও টেক সল্যুশন এক জায়গায় পাওয়ার এই অভিজ্ঞতা মানুষের জীবনে এনে দেবে নতুন এক মাত্রা।

এই নবযাত্রায় সকলকে পাশে চায় প্রতিষ্ঠানটি। রাজধানীর প্রাণকেন্দ্র গুলশানে অফিস রয়েছে প্রতিষ্ঠানটির। এছাড়া দেশের আরও বেশকিছু জেলা ও বিভাগীয় শহরে আমাদের সেবা বিস্তৃত হবে খুব শিগগিরই।

দেশের স্বনামধন্য ইন্টেরিয়র ফার্ম এইআই ইন্টেরিয়র এন্ড স্যলুয়েশনের নান্দনিক ডিজাইনে তৈরি হয়েছে প্রতিষ্ঠানটির ফেনী অফিস।

ট্রাভেল গুরুস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা সিইও মো. শাহজালালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মহিপাল প্লাজা মার্কেট সভাপতি কফিল উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন- মহিপাল প্লাজা মার্কেট যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন রতন এবং মার্কেটের দোকান মালিকসহ সকল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া পরিচালনা করেন মহিপাল প্লাজার ইমাম শাহাদাত হোসেন।

ইএইচ

Link copied!