Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

দিনাজপুরে পূজামণ্ডপে ৭৯২০ জন আনসার দায়িত্ব পালন করছেন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২৪, ১১:১৭ এএম


দিনাজপুরে পূজামণ্ডপে ৭৯২০ জন আনসার দায়িত্ব পালন করছেন

১৩টি উপজেলায় দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৭৯২০ জন আনসার সদস্য রোববার থেকে জেলার ১২০৯টি পূজা মণ্ডপে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

হিন্দু ধর্মীয় সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবে সকল ভক্তরা তাদের উৎসব আনন্দের সাথে এবং উৎসব মুখর পরিবেশে পালন করতে পারে এজন্য সারা দেশের ন্যায় দিনাজপুরেও জেলা আনসার ও ভিডিপি গুরুত্বপূর্ণ নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৭৯২০ জন আনসার সদস্য-সদস্য রোববার থেকে জেলার ১২০৯টি পূজা মণ্ডপে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

এ সকল পূজামণ্ডপে আনসার সদস্যদের নিরাপত্তার গুরুত্বপূর্ণ ভূমিকায় অবস্থান করার পূর্বে জেলা আনসার ও ভিডিপি দিনাজপুর জেলা কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান পিভিএম সকল সদস্যদের একটি সমাবেশ ও মতবিনিময় করেন।

সমাবেশ ও মতবিনিময়কালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের উদ্দেশ্যে জেলা কমান্ড্যান্ট বলেন, আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্বের স্থান থেকে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন  করবেন, আপনাদের দায়িত্বের উপর নির্ভর করছে এই উৎসবমুখর পরিবেশের প্রতিটি অংশ। এই উৎসবমুখর পরিবেশটি আরো আনন্দময় হয়ে উঠুক এটাই আমিা আশাবাদী।

ইএইচ

Link copied!