Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভোলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ২

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২৪, ১২:৩৮ পিএম


ভোলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ২

ভোলায় ২টি পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড তাজা গোলা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত মো. কামাল (৫০) কুখ্যাত সন্ত্রাসী মোসলেহ উদ্দিনকে (৫৬) আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন।

সোমবার বেলা সাড়ে ১১টায় লে. কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ বিএন মিডিয়া কর্মকর্তা কোস্টগার্ড দক্ষিণ জোন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- বেশকিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে কামালের নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত এবং মোসলেহ উদ্দিনের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমিদখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণরা কোস্টগার্ডের নিকট সাহায্য চাইলে কোস্ট গার্ড এসব এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। ফলশ্রুতিতে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার আনুমানিক রাত ৩টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক কোস্টগার্ড ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে  জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়ানের রাড়ী বাড়ি এবং সদর উপজেলাধীন ইলিশা বাজার সংলগ্ন এলাকায় ২টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা তেকে পৃথক দুইটি বাড়ি তল্লাশি করে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড তাজা গোলা, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ১টি মোবাইলসহ দুর্ধর্ষ কালা ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য কামাল এবং কুখ্যাত সন্ত্রাসী মোসলেহ উদ্দিন কে আটক করা হয়।

আটককৃত ডাকাত ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়ানের বাড়ি বাড়ির বাসিন্দা মোখলেছ ও সন্ত্রাসী ভোলা জেলার সদর উপজেলাধীন ইলিশার বাসিন্দা মৃত মোজাম্মেলের ছেলে। পরবর্তীতে আটককৃতদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

ইএইচ

Link copied!