Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পিরোজপুরে বিশ্ব বসতি দিবস পালন

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২৪, ০১:৪২ পিএম


পিরোজপুরে বিশ্ব বসতি দিবস পালন

বিশ্বের অন্যান্য দেশের মতো প্রতিবছর বাংলাদেশেও দিবসটি বিশ্ব বসতি দিবস পালিত হয়ে আসছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য হলো ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’।

বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে পিরোজপুরে র‍্যালি ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর সার্কিট হাউস থেকে র‍্যালি নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মুকিত হাসান খাঁন, গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী ই এম মো. রাকিব হোসেন, পিআইও সদর উপজেলা মানষ কুমার দাস, ব্র্যাক জেলা সমন্বয়ক মো. হাসিবুল ইসলাম প্রমুখ।

ইএইচ

Link copied!