Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

মাগুরায় বিদ্যালয়ের গাছ কেটে নিল দুর্বৃত্তরা

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২৪, ০২:৪৯ পিএম


মাগুরায় বিদ্যালয়ের গাছ কেটে নিল দুর্বৃত্তরা

মাগুরা সদর উপজেলার রাউতড়া হৃদয় নাথ স্কুল এন্ড কলেজের দুই লক্ষাধিক টাকার গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

সোমবার এ ঘটনায় উপজেলা প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার।  
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার রাউতড়া এলাকার হৃদয় নাথ স্কুল এন্ড কলেজের বিভিন্ন প্রজাতির ৮টি রোপণকৃত প্রায় দুই লক্ষাধিক টাকার গাছ কেটেছে একই এলাকার সুমন কুমার শর্মাসহ বেশ কয়েকজন স্থানীয় প্রভাবশালী মহল।

পরে এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অপরদিকে এ ঘটনা নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হলে ঘটনার দিনেই দুর্বৃত্তরা গাছ সরিয়ে ফেলেন।

গাছ কর্তনকারী সুমন শার্মা বলেন, এসএ ৩৪১৫ আরএস ৪২৫২ আমার পৈতৃক সম্পত্তি। আমার জমির গাছ আমি কেটেছি, আমার বিষয়ে অভিযোগ দেয়ার কিছু নেই।

রাউতড়া হৃদয় নাথ স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের গাছ কেটে নেয়ার চেষ্টা করে আসছে মাগুরা সদর উপজেলার রাউতড়া গ্রামের স্থানীয় প্রভাবশালী সুমনসহ তার সঙ্গীরা। শুক্রবার সকালে গাছগুলো কর্তন করা হয়েছে এবং আমি ওইদিন তিনটায় সরেজমিনে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করি।

অভিযুক্তদের নাম শনাক্ত করে তাদের নামে নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

এ ব্যাপরে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, বিদ্যালয়ের গাছ কেটে নেয়ার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ

Link copied!