Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

অস্ট্রেলিয়ায় গাড়িচাপায় লক্ষ্মীপুরের যুবক নিহত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২৪, ০৩:৩৭ পিএম


অস্ট্রেলিয়ায় গাড়িচাপায় লক্ষ্মীপুরের যুবক নিহত

অস্ট্রেলিয়ায় গাড়িচাপায় লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার মো. ইসমাইল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে অস্ট্রেলিয়ার সিডনি শহরে দুর্ঘটনায় নিহত হন এই যুবক।

নিহত ইসমাইল হোসেন রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডের নতুন বাজার এলাকার আমানত উল্লাহর ছেলে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে ইসমাইল হোসেনের চাচাতো ভাই শরীফ হোসেন আমার সংবাদকে বলেন, ঢাকার মিরপুরের এক বন্ধুকে নিয়ে ইসমাইল অস্ট্রেলিয়ার সিডনি শহরের পাসে তার বাসার সামনের একটি সড়কে কার ড্রাইভিং শিখছিলেন। তার বন্ধু কারের ড্রাইভিং করছিলেন, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কারটি ইসমাইলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় ইসমাইল।

শরীফ আরও জানান, নিহত ইসমাইল গেল বছর উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যান। সেখানের সিডনি শহরের ইউটিসি বিশ্ববিদ্যালয়ে টেকনোলোজিতে ভর্তি হয় সে। তার লাশ দেশে আনার চেষ্টা চলছে।

ইএইচ

Link copied!