Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কিশোরগঞ্জ প্রেসক্লাবের নেতৃত্বে নাছিম খান-সাইফুল মালেক

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২৪, ০৩:৫২ পিএম


কিশোরগঞ্জ প্রেসক্লাবের নেতৃত্বে নাছিম খান-সাইফুল মালেক

দীর্ঘদিন বন্ধ থাকা ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।

রোববার রাতে ১৫ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটির অনুমোদন দেয় প্রেসক্লাবের আহ্বায়ক এবিএম লুৎফর রশিদ রানা।

এতে সভাপতি হিসেবে একে নাছিম খান ও সাধারণ সম্পাদক হিসেবে সাইফুল মালেক চৌধুরিকে মনোনীত করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি (সাংবাদিক) অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, সহ-সভাপতি (সহযোগী) অ্যাডভোকেট আহসানুল মোজাক্কির,স হ- সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান চৌধুরি সোহেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি, সদস্য (সাংবাদিক)  সৈয়দ আল আক্কিল মোকাররম, সদস্য (সাংবাদিক)  শামসুল আলম সেলিম, সদস্য (সাংবাদিক)  মোকাররম হোসেন ভূইয়া, সদস্য (সাংবাদিক) অ্যাডভোকেট শাহ আশরাফ উদ্দিন দুলাল, সদস্য (সাংবাদিক) আমিনুল হক সাদি, সদস্য (সাংবাদিক) কাউছার আহমেদ টিটু, সদস্য (সহযোগী) অ্যাডভোকেট অনামিকা রেজা রৌজি, সদস্য (সহযোগী) মো. নুরুজ্জামান, সদস্য (আজীবন) মোহাম্মদ আলী।

পরে নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় উপস্থিত সাংবাদিক ও সুশীল সমাজের মানুষজন।

ইএইচ

Link copied!