Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কমলনগরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২৪, ০৪:৩৪ পিএম


কমলনগরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার কমলনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিক, রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার উপজেলা পরিষদের ‘স্পন্দন’ কক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস।

মতবিনিময় সভায় উপস্থিত সকলে কমলনগরের অবৈধ অস্ত্র উদ্ধার, অবৈধ দখল, নদী বাঁধের কাজ, পানিবন্দিসহ সকল জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

নবাগত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, আমার কোন দপ্তর যদি কোন দুর্নীতি করে আপনারা আমাকে অবগত করবেন তাৎক্ষণিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।

এ সময় উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো. রেজা, কমলনগর থানার অফিসার ইনচার্জ তৌহিদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু তাহের, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইসমাইল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও জামায়েত ইসলামীর নেতা মাওলানা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী সেক্রেটারি আবুল খায়ের, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, কমলনগর প্রেসক্লাব সভাপতি(ভারপ্রাপ্ত)  মো. ফয়েজ মাহমুদ, রিপোর্টার্স ক্লাব সভাপতি ইসমাইল হোসেন বিপ্লব, সাংবাদিক ইউসুফ আলী মিঠু, রিয়াজ মাহমুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন দলের নেতাকর্মী, শিক্ষক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

ইএইচ

Link copied!