Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

মির্জাগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সুধীজনদের মতবিনিময়

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২৪, ০৫:১৩ পিএম


মির্জাগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সুধীজনদের মতবিনিময়

পটুয়াখালী জেলার নবাগত জেলা প্রশাসকের সাথে মির্জাগঞ্জ উপজেলার সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- পটুয়াখালী পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, বাংলাদেশ সেনাবাহিনীর মির্জাগঞ্জের ক্যাম্প কমান্ডার মেজর মো. ইমরাউল কায়েস ইমরুল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহাবুদ্দিন নান্নু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজী, বাংলাদেশ  জামায়াতে ইসলামী মির্জাগঞ্জ উপজেলা শাখার আমির মো. সিরাজুল হক ও মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম আহমেদ প্রমুখ।

এছাড়াও মতবিনিময় সভায় বিভিন্ন বিষয়ে সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরে সুধীজনদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. রাজ্জাক সিকদার, বৈষম্য ছাত্র আন্দোলন প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সিয়াম, সুবিদখালী বাজার সার-বীজ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি মাওলানা মো. ফরিদ উদ্দীন হাওলাদার, কাঠাঁলতলী আকতার হোসেন চেীধুরী মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ গাজী মো. বজলুর রহমান, দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন খান, সাংবাদিক কামরুজ্জামান বাঁধন ও এনজিও প্রতিনিধি মো. কাওসার হোসেন প্রমুখ।

সভায় আসন্ন দুর্গাপূজা, মা ইলিশ রক্ষা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত সরকারি দপ্তরের সেবা নিশ্চিতকরণ এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

সভা শেষে উপজেলার সুবিদখালী বাজার সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করা হয় এবং পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয় এবং উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সার্বিক সহযোগিতার নিশ্চয়তা দেওয়া হয়।

ইএইচ

Link copied!