Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

মহেশপুর সীমান্তে আটক সাবেক ভূমিমন্ত্রীকে আদালতে সোপর্দ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২৪, ০৬:১০ পিএম


মহেশপুর সীমান্তে আটক সাবেক ভূমিমন্ত্রীকে আদালতে সোপর্দ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিজিবি’র হাতে আটক আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্রকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিনা পাসপোর্টে অবৈধ ভাবে ভারতে যাওয়ার চেষ্টার দায়ে বিজিবি’র দায়ের করা মামলায় সোমবার(৭অক্টোবর) বিকেলে ৩টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়। রবিবার(৬অক্টোবর) রাতে মহেশপুরের শ্রীনাথপুর সীমান্তের ৬১ নং মেইন পিলারের পাশ থেকে একজন নারি ও দু’জন পুরুষসহ বিজিবি তাকে আটক করে।

মহেশপুর ৫৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি সাবেক শেখ হাসিনা সরকারের একজন সাবেক প্রভাবশালী মন্ত্রী পরিচয় গোপন করে ভারতে পালানোর চেষ্টা করছে। খবর পেয়ে ৫৮ বিজিবির সদস্যরা শ্যামকুড় ইউনিয়নের ভবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে সীমান্তের শূন্যরেখা ৬১ নং পিলারের পাশ থেকে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা তেরোখাদার সবুজ গাইন, যশোর ঝিকরগাছার মো: রাজ্জাক ও ভারতের মুম্বাইয়ের নাগরিক মেহেরুন শেখকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার দায়ে মহেশপুর থানায় মামলা দায়েরসহ থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, বিজিবি’র দেওয়া বিনা পাসপোর্টে অবৈধ ভাবে ভারতে যাওয়ার চেষ্টার মামলায় সাবেক ভুমিমন্ত্রীসহ ৪ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদের মধ্যে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রের নামে ঢাকা পল্টন থানায় একটি হত্যা মামলা রয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।

আরএস

 

Link copied!