Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

বরিশালে গার্মেন্টসকর্মীকে ধর্ষণের পর হত্যা : যুবকের যাবজ্জীবন

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

অক্টোবর ৭, ২০২৪, ০৭:৩৩ পিএম


বরিশালে গার্মেন্টসকর্মীকে ধর্ষণের পর হত্যা : যুবকের যাবজ্জীবন

বরিশালে লঞ্চের কেবিনে গার্মেন্টসকর্মীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক।

সোমবার(৭ অক্টোবর) দুপুরে আদালতের বিচারক হোসেন এই রায় ঘোষণা করেন। একইসাথে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি পিরোজপুরের ভান্ডারিয়ার সুমন সিপাই (৩০) আদালতে উপস্থিত ছিলেন।

বরিশালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের আইন কর্মকর্তা উম্মে আসমা শেলী জানান,  ২০১৯ সালের ১৯ জুলাই গার্মেন্টসকর্মী আঁখি আক্তার জাতীয় পরিচয়পত্র করার জন্য ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।

সুরভী-৮ লঞ্চে বরিশালে আসার পথে কেবিন না পেলে আসামি  সুমন সিপাই তাকে স্টাফ কেবিন ম্যানেজ করে দেয়। রাতে সে আখির কেবিনে গিয়ে তাকে ধর্ষণ করে। এসময় সে ডাক চিৎকার দিলে আসামি তাকে গলা চেপে হত্যা করে পালিয়ে যায়।

পরে ভোরে বরিশাল নৌ বন্দর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এঘটনায় আখির বাবা বজলু ব্যাপারী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। পরে কোতয়ালী মডেল থানা পুলিশ এঘটনায় জড়িত সুমন মিপাইকে একমাত্র আসামি করে আদালতে চার্জ গঠন করে। আদালত ২৫ জনের মধ্যে ২২ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় প্রদান করেন। 

আরএস
 

Link copied!