Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

মহম্মদপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২৪, ০৭:৩৫ পিএম


মহম্মদপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

মাগুরার মহম্মদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দশম গ্রেড আমাদের দাবি নয়,আমাদের অধিকার।মাগুরার মহম্মদপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এ মানববন্ধনের আয়োজন করেন।

সোমবার সকালে মহম্মদপুর সদরের বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডলের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা।  

শিক্ষক শামীম মাহাবুবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,মহম্মদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মফিজুর রহমান, মো. ফিরোজ আলম,বালিদিয়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কনক লতা,হরেকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকরাম তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন,শিক্ষকরা মানুষ গড়ার কারিগর।কিন্তু, চাকরির ক্ষেত্রে তৃতীয় শ্রেণির কর্মচারীর গ্রেডে বেতন পাই আমরা।এই গ্রেডে একজন শিক্ষক যে বেতন পান, তাতে পরিবার-পরিজন নিয়ে সংসার চালানো সম্ভব নয়।প্রতিটি শিক্ষককে ঋণ এবং পরিবারের চাহিদার বোঝা মাথায় নিয়ে স্কুলে আসতে হয়।পাঠদান করাতে হয়।ফলে গুণগত পাঠদান ব্যাহত হচ্ছে।১০ম গ্রেড বাস্তবায়ন হলে শিক্ষকদের পারিবারিক সচ্ছলতা ফিরে আসার পাশাপাশি পাঠদানে আরো বেশি মনোযোগী হতে পারবেন সবাই।

বক্তারা আরো বলেন,নীতিমালা অনুযায়ী সহকারী শিক্ষকদের স্নাতক ডিগ্রিধারী হতে হয়।আর স্নাতক ডিগ্রিধারী একজন শিক্ষককে তৃতীয় শ্রেণির কর্মচারী  বিবেচনা করা জাতির জন্য লজ্জাজনক।তাই ১০ম গ্রেড বাস্তবায়ন আমাদের ন্যায্য অধিকার। বৈষম্যবিরোধী এই সরকার শিক্ষকদের বেতনবৈষম্য দূর করবেন বলে আমরা আশাবাদী।

আরএস

Link copied!