কুষ্টিয়া প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৪, ০৮:০১ পিএম
কুষ্টিয়া প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৪, ০৮:০১ পিএম
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা কুষ্টিয়া জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা জেলা জজ আদালত ভবনের শহীদ সোহেল আহম্মেদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ কুষ্টিয়ার বিজ্ঞ বিচারক বেগম ছুমিয়া খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইড অফিসার মো. তারিক হাসান।
বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. শেখ গোলাম মাহবুব, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কেরামত আলী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পারভেজ, সহকারী জজ খোকসা সুমাইয়া শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পলাশ কান্তি নাথ, জেল সুপার আব্দুল বারেক, সিনিয়র তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম, প্রোগ্রাম অফিসার ইমরান হাসানসহ জেলা আইনজীবী সমিতির সভাপতি, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি, প্যানেল আইনজীবী ও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
সভায় জেলা লিগ্যাল এইড অফিসার মো. তারিক হাসান গত এক বছরের কার্যক্রম তুলে ধরেন এবং বলেন, গত এক বছরে ৫৪০ টি মামলা নিষ্পত্তি করে প্রায় এক কোটি টাকা আদায় করে তা পরিশোধ করা হয়েছে। ১৯৯টি মামলা এখনও চলমান রয়েছে। মামলাগুলোর মধ্যে ফৌজদারি, পারিবারিক ও দেওয়ানি মামলা রয়েছে। এছাড়া মামলা হবার আগেই শালিশ বৈঠকের মাধ্যমে ৫০৪ মামলা নিষ্পত্তি করা হয়েছে। আগামীতে আরো ভালো ফলাফল পাওয়া যাবে বলে তিনি ব্যক্ত করলে উপস্থিত সকল বিচারক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিওসহ আইনজীবীরা ধন্যবাদ জ্ঞাপন করেন।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ কুষ্টিয়ার বিজ্ঞ বিচারক বেগম ছুমিয়া খানম উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা যার যার অবস্থান থেকে লিগ্যাল এইডকে সহযোগিতা করবেন। সেই সাথে অর্থ অভাবে মামলা পরিচালনা করা যাবে না এ কথা সঠিক নয় অসহায় গরীব অসচ্ছল জনগণের মামলা পরিচালনার জন্য লিগ্যাল এইড কাজ করছে। গরীব অসহায় মানুষ এখানে এসে বিচার প্রার্থনা করলে সে বিনা খরচে ন্যায় বিচার পাবেন। লিগ্যাল এইড এর কার্যক্রম তৃণমূল পর্যায় ছড়িয়ে দেয়ার আহ্বান করেন তিনি।
আরএস