Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

তিন হাসপাতালে ভর্তি ৬০

শিল্পাঞ্চলে বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা

হাসান ভুঁইয়া, আশুলিয়া (ঢাকা) থেকে

হাসান ভুঁইয়া, আশুলিয়া (ঢাকা) থেকে

অক্টোবর ৮, ২০২৪, ০৪:০৩ পিএম


শিল্পাঞ্চলে বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা

ঢাকার উপকণ্ঠ শিল্পাঞ্চল আশুলিয়ায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর ভয়াবহতা। দিনের পর দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে আশুলিয়ার তিন হাসপাতালেই ভর্তি আছে ৬০ জনের অধিক ডেঙ্গু রোগী।

মঙ্গলবার দুপুরে হাসপাতালগুলোর কর্তৃপক্ষ আমার সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল, হাবিব হসপিটাল এবং গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে বর্তমানে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ৬০ জন। তাদের মধ্যে ২৩ জন পুরুষ, ২২ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের আমার সংবাদকে জানান, তাদের হাসপাতালে বর্তমানে ১৭ জন ডেঙ্গু রোগী আছে। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছে।

হাবিব হসপিটালের ম্যানেজার রাসেল মিয়া জানান, সকালে আমাদের হাসপাতালে ১৪ জন ডেঙ্গু রোগী ছিল। কিছুক্ষণ আগে কয়েকজনের রিলিজ হয়ে গেছে। বর্তমানে ৯ জন আছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ১ জন শিশু রোগী রয়েছে।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের সিনিয়র অফিসার এইচ এম আসাফ উদ্দৌলা রিজভী বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে করে আশুলিয়া হচ্ছে ডেঙ্গুর হটস্পট। আমরা ডেঙ্গু রোগী নিয়ে মোটামুটি হিমশিম খাচ্ছি। গত মাসের তুলনায় এ মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেশি।

তিনি জানান, বর্তমানে আমাদের হাসপাতালে ৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। তাদের মধ্যে ১১ জন পুরুষ, ৯ নারী ও ১৪ জন শিশু রয়েছে।

অন্যদিকে, আশুলিয়ার হ্যাপী জেনারেল হাসপাতাল ও আবুল হোসেন হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, প্রায় সব হাসপাতালেই ২-৪ জন করে ডেঙ্গু রোগী ভর্তি আছে। সব মিলিয়ে শিল্পাঞ্চল আশুলিয়ার ডেঙ্গুর প্রকোপ যেন ক্রমেই বাড়ছে। তাই অতিদ্রুত ডেঙ্গু মশা নিধনে সরকারের সহযোগিতা চান স্থানীয়রা।

ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন কী ধরনের ভূমিকা পালন করছে জানতে চাইলে সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বকর সরকার জানান, আমরা প্রতিনিয়ত ডেঙ্গু মশা নিধনের জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যে সকল এলাকায় ডেঙ্গু রোগের প্রকোপ বেশি, সে সকল স্থান সম্পর্কে আমাদের জানালে আমরা সে সব স্থানে ডেঙ্গু মশা নিধনে কার্যক্রম পরিচালনা করবো।

ইএইচ

Link copied!