Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আলমডাঙ্গায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান ক্যাম্পেইন

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৪, ০৪:০৭ পিএম


আলমডাঙ্গায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান ক্যাম্পেইন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি কলেজ চত্বরে ব্লাড ডোনেট সোসাইটি আলমডাঙ্গার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়। ‘রক্ত দিন জীবন বাঁচান’ এ স্লোগানে রক্তদান ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মোনয়েম।

এ সময় ব্লাড ডোনেট সোসাইটির সকলের উদ্দেশ্যে তিনি বলেন, এ ধরনের কর্মসূচি আলমডাঙ্গার গরিব অসহায় মানুষদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কর্মসূচি অব্যাহত থাকলে আলমডাঙ্গার সর্বস্তরের আপামর জনসাধারণ উপকৃত হবেন। যা এ অঞ্চলের জীবনযাত্রা ও সুস্থ থাকার মান আরও উন্নত করবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ব্লাড ডোনেট সোসাইটি আলমডাঙ্গার সদস্য শোয়াইবা স্নিগ্ধা, আল শাহরিয়ার জয়, আল নোমান, এমকে সিফাত, এজবা, সাকিব মাহমুদ সৈকত, প্রীতি সাহা, জেসমিন আক্তার, মিম আক্তার, পার্থিব হাসান, আনিকা খাতুন, মায়া খাতুন, রাব্বি হোসেন, আসিফ, তানসীন রহমান, আজমির হোসেন, শাকিল আহমেদ প্রমুখ।

ইএইচ

Link copied!