Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪,

বড়পুকুরিয়া কয়লাখনির গেটে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৪, ০৪:৪০ পিএম


বড়পুকুরিয়া কয়লাখনির গেটে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির মাইন বিস্ফোরণের কারণে আশেপাশের ১৩টি গ্রামের ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে।

ক্ষতিপূরণের দাবিতে ১৩ গ্রামের হাজার হাজার নারী পুরুষ ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার সকাল ১০টায় বড়পুকুরিয়া কয়লা খনির গেটের সামনে বিক্ষোভ করে এলাকাবাসী।

ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন কমিটির সভাপতি মো. গোলাম মোস্তফা জানান- দীর্ঘদিন ধরে আমরা কয়লাখনি কর্তৃপক্ষের কাছে বৈষম্যের শিকার হয়ে আসছি। বিভিন্ন এলাকায় ক্ষতিপূরণের টাকা দিলেও আমাদের এই ১৩ গ্রামের প্রতি নজর দিচ্ছে না কয়লা খনি কর্তৃপক্ষ।

বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন- রবিউল ইসলাম মন্ডল, আব্দুল মালেক, আল আমিন, আব্দুল কাইয়ুম, আব্দুর রাজ্জাক, শিবলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। 
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে বৈগ্রাম- কাশিয়াডাঙ্গা, মোবারকপুর, জব্বার পাড়া, দক্ষিণ রসুলপুর বড়, দক্ষিণ রসুলপুর ছোট, পূর্ব জব্বার পাড়া, চক মহেশপুর, হামিদপুর, উত্তর চৌহাটি, চৌহাটি, সাহাগ্রাম, দুর্গাপুর।

দাবি দাবা আদায় করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।

ইএইচ

Link copied!