Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

যশোরে চিহ্নিত সন্ত্রাসী সাগরকে পিটিয়ে হত্যা

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৪, ০৪:৫৮ পিএম


যশোরে চিহ্নিত সন্ত্রাসী সাগরকে পিটিয়ে হত্যা

যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া এলাকায় সাইফুল ইসলাম সাগর (৩৫) নামে এক এক সন্ত্রাসীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া বাজার সংলগ্ন ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

রাতে ওই ঘটনার সময় সাগরকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় রেফার করে কর্তব্যরত চিকিৎসক। ঢাকায় নেওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

সাগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই আশরাফুল ইসলাম আকাশ। নিহত সাগর বালিয়া ভিকুটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহত সাগরের পরিবার থেকে এখনো কেউ অভিযোগ করেনি। মামলা গ্রহণ করার প্রক্রিয়া চলছে। সাগরকে কে বা কারা হত্যা করেছে বিষয়টি এখনো জানা যায়নি, এ বিষয়ে তদন্ত চলছে।

ইএইচ

Link copied!