Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

মিরপুরে ভ্যান ছিনতাই, এক ঘণ্টার মধ্যেই ৩ আসামি গ্রেপ্তার

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

অক্টোবর ৮, ২০২৪, ০৫:০০ পিএম


মিরপুরে ভ্যান ছিনতাই, এক ঘণ্টার মধ্যেই ৩ আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুরে ভ্যান ছিনতাইয়ের এক ঘণ্টার মধ্যেই ভ্যানসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ।

সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাতে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার বাজারপাড়া, ক্যানেল পাড়া ও মোশারফপুর এলাকায় মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ পিপিএম  ও এসআই রকিবুল ইসলাম ও এএসআই সোহাগ মিয়া সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেপ্তার করে।

আটক আসামিরা হচ্ছেন চিথলিয়া এলাকার জুলমত আলীর ছেলে বাপ্পি আলী (২১), নওপাড়া ক্যানেলপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে সুজন (২৬) ও মোশারফপুর এলাকার মৃত আব্দুর রহিম শেখের ছেলে সিরাজুল ইসলাম(৫৫)। এ সময় তাদের ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছুরি ও ছিনতাই হওয়া ভ্যান উদ্ধার করা হয়।

মিরপুর থানা সূত্র ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সোমবার রাত অনুমান সন্ধ্যা সাড়ে সাতটার সময় স্বরুপদহ এলাকার বাবলু নামক এক দরিদ্র ভ্যান চালক ১৫০ টাকা ভাড়ার বিনিময়ে তিনজন যাত্রী নিয়ে পোড়াদহ থেকে মিরপুরের উদ্দেশ্যে রওনা হয়।

এ সময় রাত্র আনুমানিক আটটার সময় ফুলবাড়িয়া থেকে জিয়ার রোড মাঠের মধ্যে পৌঁছালে ছদ্মবেশী যাত্রীগণ ভ্যানচালকের মুখ আটকে রাস্তার পাশে ফেলে দেয়। অতঃপর দুজন যাত্রী ভ্যানচালককে মাঠের মধ্যে নিয়ে গলায় ছুরি ধরে রাখে। ঠিক সেই সময়ে অপরযাত্রী ভ্যান নিয়ে মিরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। অতঃপর দুজন যাত্রী ভ্যানচালক কে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক ঘটনায় মিরপুর থানা পুলিশ উপস্থিত হয়ে ঘটনার তদন্ত শুরু করে।

পরবর্তীতে মিরপুর থানা পুলিশ বিভিন্ন টেকনোলজির সাহায্য ব্যবহার করে বাপ্পি আলী নামে এক আসামিকে মিরপুর বাজারপাড়া থেকে আটক করে। আটকৃত আসামের স্বীকারোক্তি অনুযায়ী অপর আরেক আসামি সুজন কে ক্যানেল পাড়া থেকে আটক করে। এরপর দ্বিতীয় আসামির স্বীকারোক্তি অনুযায়ী মিরপুর পৌরসভার মোশারফপুর এলাকা থেকে কুখ্যাত ডাকাত সিরাজ এর বাসা হতে ছিনতাই হওয়া ভ্যান সহ তাকে আটক করে পুলিশ।

উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ পিপিএম বলেন, গতরাত জিয়া রোড এলাকায় দস্যুতার ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মিরপুর থানা পুলিশ ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কাজ শুরু করে। বিভিন্ন স্থানে টেকনোলজি সহায়তায় আমরা প্রাথমিকভাবে একজন আসামিকে গ্রেপ্তার করি এবং তার স্বীকারোক্তি অনুযায়ী ঘটনায় জড়িত আরো দুই জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তিনি বলেন, এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি সহ ছিনতাই হওয়া ভ্যান উদ্ধার করি। আসামিদের মিরপুর থানায় একটি দস্যুতার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিআরইউ

Link copied!