Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে অবহিতকরণ সভা

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৪, ০৫:০৬ পিএম


জামালপুরে ব্র্যাকের উদ্যোগে অবহিতকরণ সভা

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থা শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে দেওয়ানপাড়া বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রশীদুল আলম।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন- জামালপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন্নাহার।

বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা শিক্ষা মাধ্যমিক সহকারী পরিদর্শক মো. শফিকুল আলম, বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ফরহাদ কবির খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর ডিওয়াইএম কাকলি আক্তার।

এছাড়াও বক্তব্য দেন- বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক গোলাম হাসিব, সহকারী শিক্ষক আরমিনা সুলতানা, পাথালিয়া ইয়ুথ সদস্য হোসনে আরা বীথি, কম্পোপুর ইয়ুথ সদস্য তাবাসসুম মনীষা, গোপালপুর ইয়ুথ গ্রুপের দলনেতা সানজিদা আক্তার।

ইএইচ

Link copied!