Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফটিকছড়ির ১২৬ পূজা মণ্ডপ পাহারা দেবে বিএনপি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

অক্টোবর ৮, ২০২৪, ০৫:২১ পিএম


ফটিকছড়ির ১২৬ পূজা মণ্ডপ পাহারা দেবে বিএনপি

ফটিকছড়ি উপজেলায় এবার ১২৬টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। পূজা মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ফটিকছড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীরাও দায়িত্ব পালন করবেন।

রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন এ কথা জানান ফটিকছড়ি উপজেলা বিএনপি।

সংবাদ সম্মেলনে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর বলেন– স্বৈরাচার আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় নেই সেহেতু তারা মণ্ডপে হামলা করে দেশে একটি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করার চেষ্টা করবে। তাই বিএনপি সকল নেতা-কর্মীরা সজাগ থাকবে এবং প্রতিটি পূজা মণ্ডপ পাহারা দেবে।

ইতোমধ্যে ফটিকছড়িতে শঙ্কামুক্ত দুর্গা পূজা উদযাপনে মণ্ডপভিত্তিক স্বেচ্ছাসেবক টিম গঠন করেছে বিএনপি। পূজা উদযাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে ফটিকছড়িতে তিনটি ইউনিটে মনিটরিং সেল গঠন করে বিএনপি নেতা-কর্মীরা দিনরাত মণ্ডপ পাহারা দেবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, এসএম সফিউল আলম, আবু আলম তালুকদার, নুরুল ইসলাম মেম্বার, খালেদ মাহমুদ বাবুল, নাজিম উদ্দিন বাচ্চু, এনামুল হক, আবুল বশর মাস্টার, মুনসুর আলম চৌধুরী, আজম খান, এসএম আবু মনসুর, জালাল উদ্দীন চৌধুরী প্রমুখ।

বিআরইউ

Link copied!