Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বড়লেখায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৪, ০৬:১৪ পিএম


বড়লেখায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বড়লেখা উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন (৬৫) ও উপজেলা যুবলীগের সদস্য মুজিবুর রহমান ওরফে সাদ্দামকে (৩৩) আটক করে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

মঙ্গলবার বড়লেখা থানার পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বড়লেখা উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন (৬৫), যুবলীগের সদস্য মুজিবুর রহমান ওরফে সাদ্দাম (৩৩), ওয়ারেন্টভুক্ত আসামি জয়নাল আবেদীন, ও তার স্ত্রী বদরুন নেছা।

তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!