Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪,

ঝিনাইদহে ২ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৪, ০৬:২৪ পিএম


ঝিনাইদহে ২ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ উদ্বোধন

‘নারীদের আত্মরক্ষার্থে কারাতে হোক অন্যতম হাতিয়ার’ এ স্লোগানে ঝিনাইদহে ২ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ ও ২৬তম বেল্ট পরীক্ষার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের উপ-শহর পাড়ার সোতোকান কারাতে দোর প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

সোতোকান কারাতে দো’র প্রতিষ্ঠাতা পরিচালক কাজী আলী আহাম্মেদ লিকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান, সিও’র নির্বাহী পরিচালক সামছুল আলম, এসএটিভির ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ, সোতোকান কারাতে দো’র পরিচালক মাহফুজুর রহমান বিপ্লব।

আলোচনা সভা শেষে দুই দিন ব্যাপী কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ২ দিনব্যাপী এই প্রশিক্ষণে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদাণ করবেন জাতীয় কারাতে প্রশিক্ষক মুহাম্মদ জসিম উদ্দিন।

শেষ দিনে ২৬তম কারাতের বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইএইচ

Link copied!