Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

মহম্মদপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৪, ০৬:৪৮ পিএম


মহম্মদপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

মাগুরার মহম্মদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান এএফডব্লিউসি পিএসসি কমান্ডার ৮৮ পদাতিক ব্রিগেড।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল মো. মনিরুল ইসলাম, পিপিএম (বার) পিএসসি অধিনায়ক-১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ক্যাপ্টেন আরিফ মো. ইফতেখার ক্যাম্প কমান্ডার, মহম্মদপুর সেনা ক্যাম্প-মাগুরা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, মহম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মুন্সি রাসেল হোসেন, উপজেলা আনসার ও ভিডিপির অফিসার নেস্তয়ারা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সিংহ, সাধারণ সম্পাদক শ্রী কানু তেওয়ারী, বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক ও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারবৃন্দ।
ইএইচ

Link copied!