Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ইউপি চেয়ারম্যানের নিজস্ব তহবিল থেকে ১৯ মন্দিরে সিসি ক্যামেরা বিতরণ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৪, ০৭:১৪ পিএম


ইউপি চেয়ারম্যানের নিজস্ব তহবিল থেকে ১৯ মন্দিরে সিসি ক্যামেরা বিতরণ

শারদীয় দুর্গোৎসবে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা দিতে ফরিদপুরের বোয়ালমারীতে এক ইউপি চেয়ারম্যান নিজস্ব অর্থায়নে ১৯টি মন্দিরে সিসি ক্যামেরা বিতরণ করেছেন।

মঙ্গলবার বিকালে উপজেলার শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল আহমেদ সহস্রাইল বাজারে তার ব্যক্তিগত অফিসে এ সিসি ক্যামেরাগুলো বিতরণ করেন।

এ সময় সিসি ক্যামেরাগুলো ১৯ মন্দিরের সভাপতিদের হাতে তুলে দেয়া হয়।

শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমেদের সভাপতিত্বে ক্যামেরা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহস্রাইল বাজার বণিক সমিতির সভাপতি মো. চুন্নু বিশ্বাস, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রফেসর সুব্রত মুখার্জি, শেখর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. হুসাইন হানজালা, জামাত নেতা মো. জুবায়ের হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্মআহবায়ক ও শেখর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মো. বরকত মোল্যা, শেখর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মো. রেজাউল শেখ, ৩নং ওয়ার্ডের সদস্য মোস্তফা শরীফ, ১নং ওয়ার্ডের সদস্য মহাসিন শেখ, ও ৬নং ওয়ার্ডের সদস্য আবু সাইদ পান্নু প্রমুখ।

ইএইচ

Link copied!