Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

অভয়নগরে গাঁজা ও ফেনসিডিলসহ ৩ কারবারি আটক

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৪, ০৭:৩২ পিএম


অভয়নগরে গাঁজা ও ফেনসিডিলসহ ৩ কারবারি আটক

পৃথক অভিযানে যশোরের অভয়নগর থানা পুলিশ ২ কেজি গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে।

মঙ্গলবার ভোররাতে উপজেলার বুইকারা গ্রামের পালপাড়া ও মশরহাটী গ্রামের দশ গোডাউনের সামনে থেকে গাঁজা ও ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বুইকারা গ্রামের পালপাড়া এলাকার শুকুর আলী ব্যাপারীর ছেলে সাইফুল ইসলাম ওরফে ডলার (২৫)। তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়াও ২৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় মশরহাটী গ্রামের গোলাম মোস্তফার ছেলে নাছির হোসেন (৩০) ও তার সহযোগী খুলনা জেলার ডুমুরিয়া থানার লতাবুনিয়া গ্রামের উত্তরপাড়ার মৃত পঞ্চানন রায়ের ছেলে রাজা মিয়া (৫৩)। আটক ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে উপজেলার বুইকারা গ্রামের পালপাড়া এলাকায় সেনাবাহিনীর টহল টিমসহ অভিযান চালানো হয়। এ সময় ২ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম ওরফে ডলারকে গ্রেপ্তার করা হয়। একই ভোর রাতে উপজেলার মশরহাটী গ্রামে দশ গোডাউনের সামনে মৃত সরোয়ার বিশ্বাসের বাড়ির সামনে অভিযান চালানো হয়।

এ সময় ২৫ বোতল ফেনসিডিলসহ নাছির হোসেন ও রাজা মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!