Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হিজলায় বিএনপির সংবাদ সম্মেলন

হিজলা (বরিশাল) প্রতিনিধি

হিজলা (বরিশাল) প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৪, ০৭:৫৪ পিএম


হিজলায় বিএনপির সংবাদ সম্মেলন

বরিশালের হিজলা উপজেলা বিএনপির পক্ষ থেকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনের শুরুতেই সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার।

লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মনির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন।

লিখিত বক্তব্যে বলা হয়- ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর কতিবয় ব্যক্তি বিএনপির সুনাম ক্ষুন্ন করার ষড়যন্ত্র চালায় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার, সদস্য সচিব দেওয়ান মনির হোসেন, ও যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খোকনের বিরুদ্ধে।

এমনকি বিএনপির কেন্দ্রীয় দপ্তরে ধর্ষণ, লুটপাটসহ নানা ধরনের অভিযোগ দায়ের করেন। আনিত অভিযোগের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই।

এছাড়াও লিখিত বক্তব্যে বলা হয়- যুগান্তর, প্রথম আলো, সমকালসহ স্থানীয় অনেক পত্রিকায় সাংবাদিক বন্ধুদের ভুল তথ্য দিয়ে লুটপাট ভাঙচুরসহ নানা ধরনের সংবাদ প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য অনুরোধ জানানো হয়।

ইএইচ

Link copied!