Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ডোমারে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৪, ০৮:০০ পিএম


ডোমারে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

নীলফামারীর ডোমারে বিভিন্ন পর্যায়ের সকল কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম বিপিএএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মো. কামরুল হাসান নোবেল, ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শামসুদ্দিন হোসাইনী সুফী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ বিন আমিন সুমন, পৌর বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মো. মোজাফফর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মো. আব্দুল হক, পৌর জামায়াতে ইসলামীর আমির মো. নুর কামাল, সেক্রেটারি মো. সোহেল রানা, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রবিউল আলম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, উপজেলা স্কাউট কমিশনার মোছা. নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসী, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. জুলফিকার আলী ভুট্টো, প্রমুখ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন নবাগত জেলা প্রশাসক।

ইএইচ

Link copied!