Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নাসিরনগরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৪, ০৮:০৫ পিএম


নাসিরনগরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুজন মারা গেছেন।

মঙ্গলবার সকল ৮টার সময় এ ঘটনা ঘটেছে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর উপজেলা গোয়ালনগর ইউনিয়নে লালয়ারটুক গ্রামের সাজু মিয়ার ছেলে শাহিন মিয়া (৩২) সকাল ৮টার দিকে রিং জাল দিয়ে বাড়ির পাশে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন।

আপরদিকে ভোলাকোট ইউনিয়নে বাঘী গ্রামের মতিলাল বিশ্বাসের ছেলে অষ্টলাল বিশ্বাস (৫০) মাঠে কাজ করছিলেন। মাঠে কাজ করা অবস্থায় অষ্টলাল বিশ্বাস (৫০) দুপুর সাড়ে ১২টার দিকে বজ্রাপাতে মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুল হক ভুঁইয়া জানান, উপজেলার গোয়ালনগর ইউনিয়নে লালয়ারটুক গ্রামের সাজু মিয়ার ছেলে শাহিন মিয়া (৩২) ও একই উপজেলার ভলাকুটের ইউনিয়নের বাঘী গ্রামের মতিলাল বিশ্বাসের ছেলে অষ্টলাল বিশ্বাস (৫০) দুজনই বজ্রপাতে মৃত্যুবরণ করেন।

ইএইচ

Link copied!