Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

টাঙ্গাইলে আন্দোলনে হামলার অভিযোগে তিন আ.লীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৪, ০৮:১৪ পিএম


টাঙ্গাইলে আন্দোলনে হামলার অভিযোগে তিন আ.লীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলে ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও হামলা চালানোর অভিযোগে পৃথক দুই মামলায় তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

র‌্যাব-১৪ জানায়, টাঙ্গাইল শহরের বটতলায় আন্দোলনে হামলা ও গুলি চালানোর অভিযোগে পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম সমেজকে (৬০) শহরের ধুলেরচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলি চালানোয় নিহত ছাত্র ইমন হত্যা মামলার এজাহার নামীয় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- পাকুল্যা বাইপাস সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন (৪৫) এবং একই উপজেলার দুল্লাবেগম এলাকা থেকে গ্রেপ্তারকৃত ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফুল আলম বাচ্চু (৬৪)।

র‌্যাব-১৪ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মেজর মনজুর মেহেদী ইসলামের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য সোমবার রাতে ভিন্ন ভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

পরে তাদেরকে টাঙ্গাইল সদর ও মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়।

ইএইচ

Link copied!