Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সম্পাদকের ত্রাণ বিতরণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৪, ০৮:৫৩ পিএম


নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সম্পাদকের ত্রাণ বিতরণ

শেরপুরের নালিতাবাড়ী ও নকলাতে বানভাসি মানুষের পাশে এসে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব হাসান।

রাজিব হাসান বলেছেন, ভারত থেকে ছেড়ে দেয়া পানিতে উত্তরবঙ্গে সৃষ্ট বন‍্যায় নালিতাবাড়ী-নকলার মানুষ কষ্ট পাচ্ছে, নানা দুর্ভোগ পোহাচ্ছে। আমাদের বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের নির্দেশে আমরা বানভাসিদের পাশে দাঁড়িয়েছি। অনেকের ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। আমরা বন্যা পরবর্তী আবাসন তৈরিতে আর্থিক সহযোগিতার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আমরা জনগণের সুখ-দুখে পাশ ছিলাম, আছি, থাকবো।

মঙ্গলবার দুপুরে নকলা উপজেলার তারাকান্দা দাখিল মাদরাসার আশ্রয়কেন্দ্র ও সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলার কলসপাড় এবং যোগানিয়া ইউনিয়নে বন্যায় আক্রান্ত ও পানিবন্দিদের মাঝে জাতীয়তাবাদী খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, প্রচার সম্পাদক জাকির হোসেন, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা নাহার নিপু ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ, শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, নকলা উপজেলার ব্যবসায়ী নেতা উমর ফারুক, নালিতাবাড়ী এবং নকলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সদস্য সচিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!