Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

বাজিতপুরে দূর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগ

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৪, ০৯:০০ পিএম


বাজিতপুরে দূর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে বাজিতপুরে নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন।

বাজিতপুর উপজেলার এসব পূজা মণ্ডপে র‍্যাব, পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এ বছর বাজিতপুর উপজেলায় ৫৭টি পূজা মণ্ডপের নিরাপত্তায় ৩৪৬ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

দুর্গাপূজায় মন্দিরে নিরাপত্তা বিধানের জন্য মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে আনসার ভিডিপি সদস্যরা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার অফিসে হাজির হয়। দুপুরে উপজেলার পূজা মণ্ডপের নিরাপত্তায় আনসার ভিডিপি সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়।

এ ব্যাপারে বাজিতপুর আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম বলেন, বাজিতপুরে ৫৭টি পূজা মণ্ডপের ৫৭ জন পিসি/এপিসি, ২৮৭ জন আনসার ও ভিডিপি সদস্যকে পূজামণ্ডপের নিরাপত্তা দায়িত্ব বণ্টন করে দেয়া হয়েছে।

এছাড়াও একটি রিজার্ভ ইউনিট জরুরি অবস্থা মোকাবেলার জন্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। এর আগে ৬ অক্টোবর ২৬ অধিক গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে ৭৮ জন আনসার-ভিডিপি সদস্য/সদস্য মোতায়েন করা হয়।

ইএইচ

Link copied!