Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

হিজলা থানার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হিজলা (বরিশাল) প্রতিনিধি

হিজলা (বরিশাল) প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৪, ০৯:৪৪ পিএম


হিজলা থানার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশালের হিজলা থানার উদ্যোগে মঙ্গলবার হিজলা থানা হলরুমে সকল পেশাজীবী মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)  মো. বেলায়েত হোসেন বিশেষ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হিজলা থানার (ওসি) আবুল কালাম আজাদ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন। 

এতে উপস্থিত ছিলেন- হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার, হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মনির হোসেন দেওয়ান, হিজলা উপজেলা বিএনপি‍‍র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খোকন, হিজলা উপজেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন লিমন, হিজলা উপজেলা ছাত্রদলের সভাপতি মহসিন সিকদার, হিজলা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু আদনান। 

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিজলা শাখার আমির অধ্যাপক নুরুল আমিন, হিজলা শাখা ইসলামী আন্দোলনের সেক্রেটারি আব্দুল্লাহ বিন কালাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার, হিজলা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার চ্যাটার্জী বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ।

আরএস/ইএইচ

 

Link copied!