Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

মুক্তাগাছার সাবেক মেয়র বিল্লাল হোসেন গ্রেফতার

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:

অক্টোবর ৯, ২০২৪, ১২:০৫ পিএম


মুক্তাগাছার সাবেক মেয়র বিল্লাল হোসেন গ্রেফতার

মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র বিল্লাল হোসেন সরকার(৫৮) কে গ্রেফতার করেছে ময়মনসিংহ র‌্যাব-১৪। দখলদারিত্ব, চাঁদাবাজি, হত্যা, দুর্নীতি, ঘুষসহ নানান অভিযোগে একাধিক মামলায় পলাতক ছিলেন তিনি।

উক্ত পলাতক আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন তথ্যের ভিত্তিতে পলাতক আসামি বিল্লাল হোসেন সরকার এর অবস্থান নিশ্চিত করে র‌্যাব।

মঙ্গলবার (৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি অভিযানিক দল ডিএমপি ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে মুক্তাগাছা থানার একাধিক মামলার পলাতক আসামি বিল্লাল হোসেন সরকারকে গ্রেফতার করেন।

তার বিরুদ্ধে দখলদারিত্ব, চাঁদাবাজি, হত্যা, দুর্নীতি, ঘুষ সহ নানান অভিযোগে মুক্তাগাছা থানায় ৭ টি ও ময়মনসিংহ কোতোয়ালি থানায় ১টি মামলা রয়েছে।

উল্লেখ্য, বিল্লাল হোসেন সরকার সাবেক স্থানীয় এমপি ও মন্ত্রী কেএম খালিদ এর ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। তার মেয়ের জামাতা যুবলীগ সভাপতি মাহাবুবুল আলম মনি, তার ভাই হেলাল কমিশনার, বারেক সরকার, ভাতিজা রবিন সরকারসহ একটি সিন্ডিকেট তৈরি করে শত শত কোটি টাকা অবৈধ ভাবে উপার্জন করে।

মুক্তাগাছার সর্বত্র পরিবহনে চাঁদাবাজি, জমিদখল, নিয়োগ বাণিজ্য, মামলার ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল।

আলোচিত মেয়র বিল্লাল আটক হওয়ার খবরে মুক্তাগাছায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

বিআরইউ

Link copied!