Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল

সচিবের স্বাক্ষরিত চেক পেলেও টাকা তুলতে পারেনি পাথরঘাটার দুই নারী

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২৪, ০৫:০৩ পিএম


সচিবের স্বাক্ষরিত চেক পেলেও টাকা তুলতে পারেনি পাথরঘাটার দুই নারী

বরগুনার পাথরঘাটায় দুজন ক্যান্সারে আক্রান্ত রোগী প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তার চেক ব্যাংকে জমা দিলেও টাকা উত্তোলন করতে পারেনি।

ক্যান্সার চিকিৎসা বাবদ প্রাপ্ত চেক সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিলে ব্যাংক থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের হিসাবটি ব্লক বাডরমেন্ট আছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রুপালী ব্যাংক পাথরঘাটা শাখার ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম।

জানা যায়, চলতি বছরের ১৩ মার্চ পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী গ্রামের মো. শাহজাহানের স্ত্রী জয়নব বিবি, এবং একই ইউনিয়নের কালিবাড়ি গ্রামের মো. জামালের স্ত্রী মোসা. রাবেয়া বেগমের নামে  ৯০ হাজার টাকা চেক ইস্যু করা হয়।

এ চেক দুটিতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন।

ক্যান্সারে আক্রান্ত জয়নব বিবির স্বামী শাহজাহান জানান, দীর্ঘদিন যাবৎ তার স্ত্রী জয়নব বিবি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ভুগছে। এক প্রতিবেশীর পরামর্শে বছর খানেক আগে তার সকল চিকিৎসাপত্রের কাগজপত্রসহ মন্ত্রণালয়ে আবেদন করেন। তিনি পাথরঘাটার ইউএনও অফিসের মাধ্যমে গত জুলাই মাসের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ৫০ হাজার টাকার একটি চেক পান। যার নম্বর ৭৮৩২০৬১। (সোনালী ব্যাংক, প্রধানমন্ত্রীর কার্যালয় শাখা, হিসাব নম্বর ০১০৭৩৩৩০০৪০৯৩)। ছাত্রজনতার আন্দোলনের সময় হিসাব খুলে রুপালী ব্যাংক পাথরঘাটা শাখায় চেকটি জমা দেয়া হয়। দীর্ঘদিন অপেক্ষার পর ব্যাংক থেকে জানান হয় চেকটি নগদায়ন হয়নি।

রাবেয়া বেগমের স্বামী জামাল হোসেন জানান, তার স্ত্রীর নামেও ৪০ হাজার টাকার একটি চেক পেলে একই নিয়মে রুপালী ব্যাংকে জমা দেয়া হয় এবং তিনিও টাকা পাননি। তারপ্রাপ্ত চেক নম্বর ৭৮৩২০৪৬।

পাথরঘাটা শাখা রুপালী ব্যাংকের ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম জানান, জয়নব বিবি ও রাবেয়া বেগমের নামে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রদত্ত ৫০ হাজার ও ৪০ হাজার টাকার দুটি চেক নিজ নিজ ব্যাংক হিসাবে জমা করা হলে ও নগদায়ন না হয়ে গত ১৪ আগস্ট ফেরৎ আসে। ব্যাংক থেকে জানান হয় হিসাবটি ব্লক অথবা ডরমেন্ট আছে। ইতোমধ্যে চেকের মেয়াদও শেষ হয়ে গেছে। চিকিৎসা খরচের জন্য প্রাপ্ত টাকা না পেয়ে দিন মজুর পরিারের সদস্যরা এখন দিশেহারা ও হতাশ। তবে কী কারণে চেক নগদায়ন হল না সে ব্যপারে জানা নেই বলে জানান তিনি।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান জানান, চিকিৎসা সহায়তা হিসেবে প্রাপ্ত ব্যক্তিদের টাকা যাতে পেতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজন হলে পুনরায় চেক ইস্যুর জন্য অনুরোধ করা হবে।

ইএইচ

Link copied!