Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কাপ্তাইয়ে হেডম্যানদের সঙ্গে বিজিবির মতবিনিময়

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২৪, ০৫:৩০ পিএম


কাপ্তাইয়ে হেডম্যানদের সঙ্গে বিজিবির মতবিনিময়

রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) উদ্যোগে ওয়াগ্গাছড়া জোনের আওতাধীন স্থানীয় হেডম্যানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‘পাহাড় হোক সম্প্রীতির’ শীর্ষক এ মতবিনিময় সভাটি বুধবার বেলা ১১টায় কাপ্তাই ৪১ বিজিবির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

সভায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভুঁইয়া বলেন, পাহাড়ে সকল সম্প্রদায়ের মানুষের মাঝে যেই মেলবন্ধন রয়েছে তা অটুট রাখতে হবে। পাহাড়ে শান্তি, সম্প্রীতি বজায় রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। কাপ্তাই ৪১ বিজিবিসহ সকলেই পাহাড়ের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে সর্বদা প্রস্তুত আছে। এছাড়া তিনি, কাপ্তাইয়ে কঠিন চীবর দান উৎসব করতে অনুরোধ জানিয়েছেন। এজন্য সকল ধরনের নিরাপত্তা দিতে কাপ্তাই ৪১ বিজিবি প্রস্তুত আছে বলে তিনি জানান।

মতবিনিময় সভায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অন্যান্য অফিসার, ওয়াগ্গাছড়া মৌজার হেডম্যানসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!