Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

লক্ষ্মীপুরে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সামিট অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

অক্টোবর ৯, ২০২৪, ০৫:৪৬ পিএম


লক্ষ্মীপুরে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সামিট অনুষ্ঠিত

লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ কলেজ প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার। মঙ্গলবার (৮ অক্টোবর)  সকালে পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হায়ার স্টাডি নেটওয়ার্ক ও প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ইডুমেক্স কনসালটেন্সি’র সহযোগিতায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– ইরাসমুস মুন্ডুস এসোসিয়েশনের সভাপতি ও রিজিওনাল ম্যানেজার-এশিয়া সেন্ট্রাল সাপোর্ট টু দা নেটওয়ার্ক অব ইরাসমাস প্লাস ন্যাশনাল পোকাল পয়েন্ট ড. আশিকুর রহমান।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ও যুক্তরাষ্ট্রের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক ফ্যাকাল্টি মোহাম্মদ রাশেদুজ্জামান।

ইরাসমুস মুন্ডুস এসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. আশিকুর রহমান বলেন, ইউরোপ আমেরিকার সহ পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষার অনেক সুযোগ রয়েছে, সুযোগ  গ্রহণের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।

নিজেকে যোগ্য করে গড়ে তুল বিশ্ববিদ্যালয় তোমাকে টাকা দিয়ে পড়াবে, আর যদি না পারো তাহলে টাকা দিয়ে পড়তে হবে।

প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন— চেয়ারম্যান মাজেদুর রহমান খান এবং  বাংলাদেশ হায়ার স্টাডি নেটওয়ার্কের আবু হানিফা মোহাম্মদ নোমান ও আব্দুর রহিম মাসুম। অনুষ্ঠানে উপস্থাপনা করেন মাহাবুবুল আলম এবং  সভাপতিত্ব করেন প্রিন্সিপাল মো. নুরুল আমিন।

বিআরইউ

Link copied!