Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ভালুকায় ১ দফা দাবিতে নার্সদের কর্মবিরতি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২৪, ০৬:১৯ পিএম


ভালুকায় ১ দফা দাবিতে নার্সদের কর্মবিরতি

ময়মনসিংহের ভালুকায় নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে নন-নার্সিং প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ ও পদগুলোতে নার্সদের পদায়নের ১ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন নার্সরা।

বুধবার সকালে নার্সিং মিডওয়াইফারি সংস্কার পরিষদের নির্দেশে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মবিরতি পালিত হয়।

এ সময় নার্সরা জানায় প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে তাদের মধ্যে পিএইচডিধারী উচ্চ শিক্ষিত নার্স রয়েছে তাদেরকে ঐসকল পদে পদায়ন করতে হবে। দাবি মেনে নেওয়া না পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে।

এ সময় সিনিয়র স্টাফ নার্স বদরুদ্দোজ্জাম, মো. আমিনুল ইসলাম, শাহনাজ পারভীন, আফরোজা আক্তার, মিডওয়াইফ উম্মে কুলছুমসহ অন্যান্য নার্সরাও উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!