Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দীঘিনালায় অবৈধ করাতকল স্থাপনে জরিমানা

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২৪, ০৭:৩৫ পিএম


দীঘিনালায় অবৈধ করাতকল স্থাপনে জরিমানা

খাগড়াছড়ির দীঘিনালা মেরুং ইউনিয়ন বড় মেরুং এলাকায় পাহাড় কেটে মাটি ভরাট করে অবৈধ করাতকল স্থাপন করায় উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টের মাধ্যমে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার বিকাল সাড়ে ৩টায় দীঘিনালা ১নং মেরুং ইউনিয়নের বড় মেরুং স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমিনের নেতৃত্বে একদল পুলিশের উপস্থিতিতে মোবাইলকোর্ট পরিচালনার মাধ্যমে পাহাড় কেটে মাটি ভরাট করে লাইসেন্স বিহীন অবৈধ করাতকল স্থাপন করায় মো. নজরুল ইসলামকে দুইলক্ষ টাকা জরিমানা করেন।

দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রট লুৎফুন নাহার শারমিন বলেন- পাহাড় কেটে অবৈধভাবে করাতকল স্থাপন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ (১) ধারা মোতাবেক দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

ইএইচ

Link copied!