Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২৪, ০৭:৪৪ পিএম


কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৯ জন।

বুধবার বেলা আড়াইটায় উপজেলার হোসেনাবাদ গইড়ি পাড়া স্থানে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গড়েরপাড়া এলাকার হাউস জদ্দারের ছেলে আওলাদ হোসেন (৬০), ময়েন আলীর ছেলে নিজাম হোসেন (৪২), মুজাম হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২০) ও ফারাকপুর গ্রামের জামান হোসেনের স্ত্রী জহুরা খাতুন (৪০)।

বজ্রপাতে চারজন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, তিনজন পুরুষ ও এক নারীকে মৃত অবস্থা হাসপাতালে আনা হয়েছে। আহত কয়েকজন চিকিৎসা নিচ্ছেন।

ইএইচ

Link copied!