Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪,

দুর্গাপুরে আ.লীগের চার নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২৪, ০৮:০৭ পিএম


দুর্গাপুরে আ.লীগের চার নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬

রাজশাহীর দুর্গাপুরে হত্যাচেষ্টা ও নাশকতা এবং চেক জালিয়াতির মামলায় আওয়ামী লীগের চার নেতাকর্মীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পৃথক সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— দুর্গাপুর উপজেলা সৈনিক লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ মৃধা, ২নং কিশমত গনকৈড় ইউনিয়নের আড়ইল ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জেকের আলী (৪২), সাধারণ সম্পাদক সাজাহান আলী (৪০), আড়ইল ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি টুটুল হোসেন (৩২)।

চেক জালিয়াতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অপর দুই আসামি হলেন— জয়কৃঞ্চপুর গ্রামের আব্দুল গাফ্ফার (৩৫) ও ভবানীপাড়া গ্রামের ফেরদৌসী খানম হাসি (৩৮)।

পুলিশ জানায়, গত ৩ সেপ্টেম্বর হত্যাচেষ্টা ও নাশকতা চালানোর অভিযোগে থানায় মামলাটি করেন উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন।
এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. মনসুর রহমানসহ ৭০ জনের নাম উল্লেখ করা রয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা বলেন, বুধবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ইএইচ

Link copied!