Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

খুলনায় ডাক বিভাগের শ্রেষ্ঠ কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ

খুলনা ব্যুরো

খুলনা ব্যুরো

অক্টোবর ৯, ২০২৪, ০৯:১১ পিএম


খুলনায় ডাক বিভাগের শ্রেষ্ঠ কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ

খুলনা পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় ১৫০তম বিশ্ব ডাক দিবস পালিত হয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল আমিনুর রহমানের সভাপতিত্বে খুলনার খুলনার সিনিয়র পোস্টমাস্টার জুবায়েদা গুলশানারার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পোস্ট মাস্টার জেনারেল (দক্ষিণাঞ্চল) মো. জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন- ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (তদন্ত) এফ এম ওয়ালি উজ্জামান, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মিরাজুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা পোস্টমাস্টার জেনারেল (দক্ষিণাঞ্চল) মো. জহিরুল ইসলাম বলেন- ১৮৭৪ সালে এই দিনে সুইজারল্যান্ডের বার্ন শহরে বিশ্ব ডাক সংস্থার (ইউপিউ) প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণ করে প্রতিবছর ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস পালন করা হয়। বিশ্ব ডাক সংস্থা চিঠি লিখে তথ্য আদান-প্রদান এবং যোগাযোগের মাধ্যমে বিভাগের বৈশ্বিক বিপ্লবের সূচনা করা হয়। ডাক সেবার প্রচার এবং প্রসার এই সংস্থার মূল উদ্দেশ্য বলে উল্লেখ করেন। বাংলাদেশ ১৯৭৩ সালের ৭ ফেব্রুয়ারি বিশ্ব ডাক সংস্থার (ইউপিউ) সদস্য লাভ করে এবং অবিচ্ছিন্ন বিশ্বডাক ব্যবস্থার গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও কর্মকাণ্ডে অংশীদারি হয়। সেই থেকে বাংলাদেশ ডাক বিভাগে আন্তর্জাতিক ডাক ব্যবস্থার নীতি ও কৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা ১৯২ এবং পৃথিবীব্যাপী মোট ডাকঘরের সংখ্যা ৬৪০০০০ হাজার হলে আজ পৃথিবী পরিণত হয়েছে এক অভিন্ন ডাক বিশ্বে।

অনুষ্ঠান শেষে খুলনা অঞ্চলের ১৩ জন কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শ্রেষ্ঠ পুরস্কার বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!