Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মনোহরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২৪, ০৯:২০ পিএম


মনোহরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা বলেছেন- সাংবাদিকরা হলো সমাজের দর্পণ, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে রাষ্ট্রের অনিয়মগুলো ফুটে উঠে। সংবাদকর্মীদের লেখনীর মাধ্যমে সমাজের সকল কর্মকাণ্ডগুলো সবার দৃষ্টিতে আসে। এতে প্রশাসন সংস্কার করার সুযোগ থাকে একটি রাষ্ট্র সুন্দরভাবে গড়তে হলে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন।

বুধবার বেলা ১১টায় উপজেলা হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা এসব কথা বলেন।

এ সময় বক্তব্য দেন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক সংগ্রাম প্রতিনিধি মো. আবু ইউসুফ, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক নয়াদিগন্ত উপজেলা প্রতিনিধি আবদুল গোফরান, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব জিএম আহসান উল্লাহ, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক সকালের সময় উপজেলা প্রতিনিধি আবদুর রহিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি বিজয় টিভির জেলা প্রতিনিধি হুমায়ন কবির মানিক, সাবেক সাধারণ সম্পাদক দিনকাল প্রতিনিধি আবদুল বাকী মিলন, সাবেক সাধারণ সম্পাদক সাপ্তাহিক লাকসাম প্রতিনিধি অহিদুর রহমান, যায়যায়দিন প্রতিনিধি ইমরান হোসেন সোহাগ, কালবেলা উপজেলা প্রতিনিধি মো. হাছান, সাপ্তাহিক সময়ের দর্পণ প্রতিনিধি আবুল খায়ের, লাকসাম বার্তা প্রতিনিধি কাজী মাসউদ।

এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক জবাবদিহি মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. নাছির উদ্দিন, আমার সংবাদ প্রতিনিধি সাইফুল ইসলাম শিমুল, দৈনিক আজকের বসুন্ধরা মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. মাসুদ আলম বেপারী, জনকণ্ঠ উপজেলা প্রতিনিধি আমানত উল্লাহ লিংকনসহ আরও অনেকে।

ইএইচ

Link copied!