Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

জামালপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২৪, ০৯:২৫ পিএম


জামালপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

জামালপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জামালপুর শহরস্থ টিউবওয়েলপাড় তিন রাস্তার মোড়ে বেলটিয়া কামিল মাদরাসা ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বেলটিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ রেজাউল করিম বাবুল মানববন্ধনে নেতৃত্ব দেন।

এ সময় বক্তব্য দেন- বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন (শিক্ষক সমিতি) জামালপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ওমর ফারুক, বৈষম্যবিরোধী নাগরিক আন্দোলন জামালপুরের সভাপতি আমির উদ্দিন , মশিউর রহমান বাবলু,সিনিয়র সাংবাদিক মজনু মোল্লা, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বায়েজিদ ঠিকাদার, আমানুল্লাহ মাস্টার।

এছাড়াও বেলটিয়া কামিল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ইএইচ
 

Link copied!