Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

কালিহাতীতে ডিমের আড়তে ৫০ হাজার টাকা জরিমানা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২৪, ০৯:৪৮ পিএম


কালিহাতীতে ডিমের আড়তে ৫০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের কালিহাতীতে মেসার্স আসাদ পোল্ট্রি ফিড নামে একটি ডিমের আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছ।

মুরগি খামারি ও ডিমের পাইকারি আড়তে পাইকারি বিক্রয় রশিদ প্রদান না করা ও সরকার নির্ধারিত যৌক্তিক দামের অতিরিক্ত দামে ডিম বিক্রয় করায় দায়ে এ জরিমানা করা হয়।

বুধবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের একটি টিম কালিহাতী উপজেলার জোকারচর বাজারে এ অভিযান পরিচালনা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দুপুরে কালিহাতী উপজেলার জোকারচর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করেন।

এ সময়  মুরগির খামারি ও ডিমের পাইকারি আড়তে পাইকারি বিক্রয় রশিদ প্রদান না করা, সরকার নির্ধারিত যৌক্তিক দামের অতিরিক্ত দামে ডিম বিক্রয় করায় মেসার্স আসাদ পোল্ট্রি ফিডকে ৫০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ স্বীকার করে ভবিষ্যতে সংশোধন হবেন মর্মে লিখিত অঙ্গীকার প্রদান করেন।

অভিযানে সহায়তা করেন সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি হিসেবে জেলা স্যানিটারি ইন্সপেক্টর।

জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইএইচ

Link copied!