Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সোনারগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেপ্তার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

অক্টোবর ১০, ২০২৪, ১২:৩০ পিএম


সোনারগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেপ্তার

নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলা বাড়িমজলিশ এলাকা থেকে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ গাজাসহ বিল্লাল হোসেন ওরফে সাগর নামের এক ডাকাত সরদারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনি।

 গতকাল রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন বাড়ী মজলিস এলাকার একটি গ্যারেজ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে আজ নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মহসিন মিয়া । এসময় সেনা বাহিনীর পাশাপাশি সোনারগাঁও থানার পুলিশ সদস্য অংশ নেয়।

তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানান সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী। 

তিনি আরো জানান, গ্রেফতারের সময় তার কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র ও গাজা উদ্ধার করে তা জব্দ করা হয়। গ্রেফতারকৃত ডাকাত সরদার বিল্লাল ওরফে সাগর উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন বাড়ীমজলিস এলাকার বাহাউদ্দীনর ছেলে। এবিষয়ে পরবর্তী  আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিআরইউ

Link copied!