Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে জামায়াতের উপহার সামগ্রী বিতরণ

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

অক্টোবর ১০, ২০২৪, ০৩:১৭ পিএম


ফেনীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে জামায়াতের উপহার সামগ্রী বিতরণ

ফেনীতে সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দিনভর জেলার দাগনভূঞা উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এসব উপহার সামগ্রী তুলে দেন- দলটির ঢাকা মহানগর দক্ষিণ মজলিসে শূরা সদস্য ও এফবিসিসিআইয়ের পরিচালক মেজবাহ উদ্দিন সাঈদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী ছালে উদ্দিন, পৌর আমির মাওলানা কামরুল ইসলাম, দাগনভূঞা পৌরসভার সাবেক নির্বাচিত প্যানেল মেয়র নজির আহমদ ও কামাল উদ্দিন প্রমুখ।

এ সময় উপজেলার জায়লস্কর ইউনিয়নের ২৫০ জন, মাতুভূঞা ইউনিয়নের ১০০ জন, রামনগর ইউনিয়নের ১০০ জন, ইয়াকুবপুর ইউনিয়নের ১০০ জন, সদর ইউনিয়নের ১০০ জন পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ১০০ জন, রাজাপুর ইউনিয়নের ১০০ জন, সিন্দুরপুর ইউনিয়নের ১০০ ও পৌর এলাকার ১০০ জনের হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি, লুঙ্গিসহ অন্যান্য উপহার প্রদান করা হয়।

ইএইচ

Link copied!