Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

শ্যামনগরে নিরাপদ খাদ্যের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

অক্টোবর ১০, ২০২৪, ০৩:২৯ পিএম


শ্যামনগরে নিরাপদ খাদ্যের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

সাতক্ষীরার শ্যামনগরে নিরাপদ খাদ্যের দাবিতে বীজ মেলা পরবর্তী গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় সুন্দরবনের পাশে জলবায়ু দুর্গত ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামে স্থানীয় জাতের ফসলের বীজ সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে স্থানীয় বীজের মেলা এবং মেলার পরে নিরাপদ খাদ্যের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ধুমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠন, স্বপ্নচুড়া যুব সংগঠন, সবুজ সংহতি, শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি ও গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে এই অনুষ্ঠানে কৃষক, জেলে, নারী পুরুষ, যুব, সাংবাদিক, স্থানীয় জনগোষ্ঠী ও স্থানীয় সরকার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- কৃষাণী অল্পনা রানী মিস্ত্রি, সাবেক ইউপি সদস্য মিতা রানী, কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের গোবিন্দ মন্ডল, কৃষানী হাসিনা বেগম প্রমুখ।

ইএইচ

Link copied!