Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতা দিবসে সভা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

অক্টোবর ১০, ২০২৪, ০৩:৪৩ পিএম


দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতা দিবসে সভা

দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন থেকে একটি র‍্যালি শহর প্রদক্ষিণ করে জিয়া হার্ট ফাউন্ডেশনে এসে শেষ হয়।

র‍্যালির নেতৃত্ব দেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ।

জিয়া হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক, ইন্টার্নি চিকিৎসক, নার্সসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ র‍্যালিতে অংশ নেন।

পরে জিয়া হার্ট ফাউন্ডেশনের অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপক ডাক্তার মো. মনজুর রহিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডা. দ্বিজেন চন্দ্র বর্মন, ডাক্তার মো. হানিফ উল।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. সমীরণ কুন্ডু।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- জিয়া হার্ট ফাউন্ডেশন কোষাধক্ষ আনারুল কবির, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, ডা. শারমিন সাত্তার, নির্বাহী সদস্য খালিকুজ্জামান বাবু, রাহাবার কবির পিয়াল, জুলফিকার রহমান বাবু প্রমুখ।

ইএইচ

Link copied!