Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

যেকোন দুর্যোগে সরকার জনগণের পাশে আছে: সচিব পান্না

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ প্রতিনিধি

অক্টোবর ১০, ২০২৪, ০৪:০০ পিএম


যেকোন দুর্যোগে সরকার জনগণের পাশে আছে: সচিব পান্না

‘আপনার দুঃখ, কষ্ট, আনন্দ সবকিছুর সাথে সরকার পাশে রয়েছে। ঝড়, অতিবৃষ্টি, বন্যা, খরা, যেকোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবসময় আপনাদের সাথে আছে সরকার। বন্যাকবলিত এলাকা দেখতে এসে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না।

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন সচিব।

পরিদর্শনকালে সচিব বন্যায় ভাসমান বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেন। পরিদর্শন শেষে হালুয়াঘাট উপজেলার বিল ডোরার রহেলা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয়দের সাথে মতবিনিময় করেন তিনি।

জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন সচিব মো. সাইফুল্লাহ পান্না।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

প্রধান অতিথি বলেন, দেশের যেকোন জায়গায় যেকোন দুর্যোগ, ভালোমন্দ, যাই কিছু ঘটুক না কেন আমরা যারা কেন্দ্রে আছি বর্তমান যুগে তাৎক্ষণিক সবাই জানতে পারি। বন্যা চলাকালীন আপনাদেরকে সহযোগিতার জন্য সরকার যেমনভাবে পাশে আছে বন্যা পরবর্তী পুনর্বাসনেও সেভাবে পাশে থাকবে এবং কাজ করে যাবে।

মতবিনিময় শেষে সচিব সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয়দের মাঝে ত্রাণ বিতরণ করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও হালুয়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় প্রায় ৩৫০ জন বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বন্যা পরিস্থিতি পরিদর্শনের সময় সেনাবাহিনীর প্রতিনিধি, পুলিশ প্রতিনিধি, হালুয়াঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আরও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

সচিব পরে হালুয়াঘাট কেন্দ্রীয় দুর্গা মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করেন। মণ্ডপ পরিদর্শন শেষে উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

ইএইচ

Link copied!