হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৪, ০৪:০৮ পিএম
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৪, ০৪:০৮ পিএম
হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র মিষ্টি উপহারের মাধ্যমে দু’দেশের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা শুভেচ্ছা বিনিময় করেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় এ শুভেচ্ছা বিনিময় হয়।
ভারত হিলি বিএসএফের ৬১ ব্যাটালিয়নের (ক্যাম্প-১) এর কোম্পানি কমান্ডার এসি বিজয় শর্মার হাতে ৫ প্যাকেট মিষ্টি তুলে দেন হিলি বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন।
এ সময় বিজিবির পক্ষ থেকেও ভারতের বিএসএফ সদস্যদের মিষ্টি উপহার দেয়া হয়।
শুভেচ্ছা বিনিময়কালে চেকপোস্ট গেটে দায়িত্বরত কর্মকর্তা অসীম কুমারসহ দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
হিলি বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে আমরা প্রতিটি দিবসে উভয়ে মিষ্টি উপহার দিয়ে থাকি। আজকেও দুর্গাপূজা উপলক্ষ্যে তাদের ৫ প্যাকেট মিষ্টি উপহার দিয়েছি পাশাপাশি তারাও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।
ইএইচ